জনতার কলাম-মোঃতানভীর শেখঃ আসন্ন একাদশ নির্বাচনে মুন্সিগঞ্জ ১ আসনের আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশিত সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা গোলাম সারোয়ার কবির মুন্সিগঞ্জ ১ আসন থেকে মনোনয়ন না পাওয়ায় তার নিজের কথা গুলো ফেসবুকের মাধ্যমে লিখেন লিখা গুলো হুবহু তুলে ধরা হলো- জনতার কলামে- প্রিয় শ্রীনগর ,সিরাজদিখানবাসী আসসালামু আলাইকুম। আজ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষদিন । আমরা সবাই মিলে যে সপ্ন দেখেছিলাম এই জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে, আমাদের স্বপ্ন ছিল ,স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করেছি কিন্ত হঠাৎ এই মাঝ পথে আমাদের সেই স্বপ্ন থমকে দাড়ায় এক অজানা কারনে তাই হতাশা আমাদের ঝাপটে ধরার চেষ্টা করছে এই হতাশাকে কাটিয়ে উঠার জন্য আমাদের আবারো চেষ্টা করতে হবে নতুন স্বপ্নের সন্ধানে । প্রিয় ভাই ও বোনেরা , আপনাদের সঙ্গে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি এবং দেখিয়েছি , স্বপ্ন দেখিয়েছিলাম শ্রীনগর,সিরাজদিখানের প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি মহল্লায় রাজনীতির বিভাজন ভুলে গিয়ে সামাজিক সম্প্রীতি গড়ে তোলার । স্বপ্ন দেখিয়েছিলাম সন্ত্রাস ও মাদকমুক্ত একটি আধুনিক সমাজ বিনির্মাণের । প্রিয় ভাই ও বোনেরা শুধু তাই নয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়ীক বাংলাদেশের চেতনা নিয়ে দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের যে অগ্রযাত্রায় সে পথেই হেটে হেটে গ্রামে গ্রামে মানুষের কাছে উন্নয়ন গুলো পৌছে দেয়ার চেষ্টা করেছি এবং শ্রীনগর সিরাজদিখানের প্রত্যেকটি জনপদকে আধুনিক করে গড়ে তোলার প্রত্যয়ের কথা বলেছি ।শিক্ষা প্রতিষ্ঠান ,রাস্তাঘাট সহ এখানে পদ্মা সেতুকে কেন্দ্র করে আধুনিক বাসযোগ্য এলাকা গড়ার প্রত্যয় আপনাদের কাছে নিয়ে এসেছিলাম । প্রিয় ভাই ও বোনেরা আমাদের স্বপ্ন হয়তো স্ বপ্নই থেকে যাবে । দির্ঘদিন আপনাদের পাশে থেকে কাজ করেছি সকল সামাজিক রাজনৈতিক ধর্মীয় কর্মসূচিতে আপনাদের পাশে ছুটে গিয়েছি , ছুটে গিয়েছি আদর্শীক কারনে নেতা কর্মীদের পাশে দলীয় কর্মসূচিতে, ছুটে গিয়েছি সামাজিক বন্ধনে দায়বদ্ধতার জায়গা থেকে মানুষ হিসেবে।ছুটে গিয়েছি হিন্দু, মুসলিম,খ্রিষ্টানের সকল ধর্মীয় অনুষ্ঠানে মসজিদ,মন্দির ,গীর্জায়। প্রিয় বন্ধুগন এমনও হয়েছে আমার আত্মিয়র অনুষ্ঠানে না গিয়ে কোন কর্মীর,সহকর্মীর অনুষ্ঠানে ছুটে গিয়েছি এমনটিও হয়েছে আমার সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে সারারাত হাসপাতাল থেকে আবার ভোরে ছুটি গিয়েছি আপনাদের পাশে ।পাশাপাশি আপনারাও আপনাদের ব্যক্তিগত কাজ রেখে আমার ডাকে ছুটে এসেছেন ।আপনাদের এই ভালবাসার কাছে নিজেকে সমর্পন করেছি অনেক আগেই ,আপনাদের ভালবাসার জন্য যেকোন ত্যাগস্বীকার করতে আমি প্রস্তুত । আমার কাছে অত্যন্ত ভালোলাগে যখন আমার বাবার বয়সী মুরুব্বিগন আমাকে আশির্বাদ করতেন ,ছায়াসঙ্গী হয়ে সে মুরুব্বিগন সবসময় আমার পাশে থেকে অনেক কষ্ট করেছেন ।আজ সেসকল স্মৃতি বারবার মনে পরে আমার মায়ের মত মুরুব্বিগন ঝাপটে ধরে কপালে চুমুদিয়ে আশির্বাদ করেতেন ,এই স্মৃতিগুলো আমাকে অনুপ্রানীত করবে । আমি শ্রীনগর সিরাজদিখানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছুটে গিয়েছি আর সন্তান তুল্য শিক্ষার্থীরা ঝাপটে ধরে ভালবাসা দিয়েছে ,সেই ছোট্ট শিশুদের ভালবাসা আমি কখনো ভুলে যেতে পারবোনা । স্বপ্ন ছিলো আপনাদের পাশে থাকবো আনেক দিন ,আজ তা কিছুটা থমকে দাড়ালো,আশা করি আপনারা আমাকে ভুলে যাবেন না ।আমরণ আপনাদের পাশে থাকবো ।আমি আপনাদের ভালবাসাকে পুজি করে আপনাদেরকে সামনে নিয়ে আদম্য গতিতে এগিয়ে গিয়েছি ।আপনাদের শক্তি সাহস নিয়ে সকল বাধাকে উপেক্ষা আমি আমাদের প্রিয়নেত্রীর কাছে এবং আওয়ামীলীগের নীতিনির্ধারনী পর্যায়ে আপনাদের অবস্থান তুল ধরতে সক্ষম হয়েছি । আপনারা সহ সারা দেশের অনেক শুভাকাক্খি দেশ এবং বিদেশ থেকে আমাকে সাহস শক্তি যুগিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও ।আপনারা আমাকে সহযোগীতা করেছেন ভালবাসা দিয়েছেন সমর্থন দিয়েছেন আপনাদের সকলের কাছে আমি কৃজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় ভাই ও বোনেরা অদম্য গতিতে জননেত্রী শেখ হাসিনার নেত্রীত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এই অগ্রযাত্রাকে ধরে রাখতে চাই ।আমি বিশ্বাস করি এই নির্বাচনী এলাকায় আমরা যারা আওয়ামীলীগ এর মনোনয়ন চেয়েছি কিন্তু দলীয় মননোয়ন পায়নি তারপর ও যিনি মনোনয়ন পাবেন তিনি মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে নির্বাচিত হয়ে দেশরত্ন শেখ হাসিনার অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যয় এবং প্রত্যাশায় আমরা সকলে পাশে থাকবো । প্রিয় ভাই ও বোনেরা আপনাদের কাছে আশির্বাদ চাই দোয়া চাই আপনারা যে ভালবাসা আমাকে দিয়েছেন শেষনিশ্বাস ত্যাগ করা পর্যন্ত আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের পাশে থাকবো, যেখানেই থাকি যে অবস্থায় থাকি ,যে যখন ডাকবেন আপনাদের ভালবাসায় ছুটে আসবো । আর আমার জন্য আপনারা যারা কান্না করেছেন , রোজা রেখেছেন মানত করেছেন অনেকে কষ্ট পেয়েছেন সেই কষ্টগুলো ভুলে গিয়ে দেশরত্ন শেখ হাসিনাকে যেভাবে ক্ষমতায় আনা যায় সেই কাজটি আমরা সকলে করবো । আপনাদের সকলের সুস্থতা ও সফলতা কামনা করছি আপনাদের গোলাম সারোয়ার কবীর। জয় বাংলা জয় বঙ্গবন্ধু (হুবহু তুলে ধরা হলো- জনতার কলামে)