৭১ বাংলাদেশ প্রতিবেদকঃ বলেছেন, আরো একটি যুদ্ধ করতে হবে, যুদ্ধ শেষ হয়ে যায়নি। যত দিন পর্যন্ত যুদ্ধাপরাধী নির্মূল না হবে, যত দিন রাজাকার আলবদর নির্মূল না হবে, যত দিন পর্যন্ত জঙ্গি নির্মূল করতে না পারব যত দিন বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা প্রতিষ্ঠা গড়তে না পারব তত দিন তোমরা ঘরে ফিরে যাবে না। যদি উন্নয়ন চান তাহলে দেশবাসীকে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে হবে।
বৃহস্পতিবার বিকালে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চে ভাষণ ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি অর্জন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।
সিরাজদীখান উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের যৌথ আয়োজনে জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, জেলা ইউনিট সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুজ্জামান আনিস, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এবিএম সুলতান আহমেদ, সিরাজদীখান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মহিউদ্দিন আহমেদ, সিরাজদীখান উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড.আবুল কাশেম প্রমুখ।
Discussion about this post