কবি মোঃ কামাল হোসেনঃস্বাধীনতা পেয়েছি কিন্তুু মুক্তি পাইনি আজো, নিতে হবে অস্ত্র হাতে মুক্তিযোদ্ধা সাজো। সুযোগ পেলে শত্রুরা দিতে চায় হানা, বাংলাকে তারা বানাতে চায় জঙ্গিবাদের আস্তানা। স্বপ্ন ছিল বঙ্গবন্ধুর গড়বে সোনার বাংলা, তাইতো তারা অন্ধকারে করেছে জগণ্য হামলা। এখনো বোন ধর্ষিত হয় নদীতে লাশ ভাসে, মাকে সন্তানহারা করে কিলকিলিয়ে হাসে। এখনো মানুষ অনাহারে বাস্তহীনা রাত কাটায়, এখনো মানুষ বঞ্চিত হয় রাষ্ট্রীয় মৌলিক চাহিদায়। মুক্তিযুদ্ধ হয়েছে কিন্তুু মুক্তি পায়নি জনতা, নতুন করে লড়তে হবে ধ্বংস করবো জঙ্গিবাদের আস্তানা ।ছবি-কবি মোঃ কামাল হোসেন