৭১ বাংলাদেশ প্রতিনিধিঃমুক্তিযোদ্ধা সংগঠক ও বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডা. মো. জমিরউদ্দিন চৌধুরী (৮৬) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে…..রাজিউন। মঙ্গলবার রাত পৌনে ৩টার দিকে নগরের বেসরকারি একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।ডা. মো. জমিরউদ্দিন চৌধুরীর মৃত্যুতে চট্টগ্রামের চিকিৎসকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।সূত্র জানায় বুধবার (০৯ মে) বিকেল ৫টায় নগরের পাঁচলাইশস্থ মক্কি মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মসজিদ সংলগ্ন কবরস্থানে মরহুমের স্ত্রী প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ মরহুমা ডা. আঞ্জুমান আরা বেগমের পাশে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি তিন ছেলে, দুই মেয়ে, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।১৯৩২ সালের ১ ডিসেম্বর বাঁশখালী উপজেলার জলদী গ্রামে জন্মগ্রহণ করেন জমিরউদ্দিন চৌধুরী। পিতা নুর আহমেদ চৌধুরী ও মাতা সালেহা খাতুন। চট্টগ্রাম মেডিকেল কলেজে শুরু হয় তাঁর কর্মজীবন। এই কলেজ থেকে ১৯৯১ সালে অবসর নেয়ার পর তিনি কুমিল্লা মেডিকেল কলেজ, ফেনী মেডিকেল কলেজ, ইউএসটিসি, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজসহ বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যাপনা করেন।তার প্রথম পুত্র মো. জিয়াউদ্দিন চৌধুরী এশিয়ান অ্যাপারেলস গ্রুপের নির্বাহী পরিচালক, দ্বিতীয় ছেলে শামসুল আরেফিন চৌধুরী প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও কনিষ্ঠ ছেলে আশরাফউদ্দিন চৌধুরী সিজার ইউসিবিএল ব্যাংক চট্টগ্রামের আঞ্চলিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
Discussion about this post