চাম্পাতলী ফায়ারিং রেন্জ এ বৃক্ষরোপন কর্মসুচীতে সম্মানিত অতিথি হিসেবে নামফলক উন্মোচন ও সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন করেন লামা পৌর মেয়র জহিরুল ইসলাম ও বিভাগীয় বন কর্মকর্তা কায়সার শহীদউল্লাহ ।
৭ জুলাই মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন পুরস্কার বিতরনী কর্মসুচীর মুজিব কানন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কোম্পানী কমান্ডার সেলিম রেজার
সঞ্চালনা ও সভাপতিত্ব করেন ব্যাটালিয়ন অধিনায়ক এএসএম আজিম উদ্দিন পিভিএম।উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল , পৌর মেয়র জহিরুল ইসলাম ,ইউএনও রেজা রশীদ , সাবেক জেলা পরিষদ সদস্য আবু মুসা ,ভাইস চেয়ারম্যান মো জাহেদ উদ্দিন , জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাজমিন আলম তুলি , ব্যাটালিয়নের সহকারী পরিচালক এডি এইচ এম বেলাল,সিএ মোস্তফা গাজী ও সিএ সেলিম রেজা ও শুদ্ধাচার সাহসিকতাপুর্ন কাজের জন্য পুরস্কার প্রাপ্ত একজন কর্মকর্তা ও চার ব্যাটালিয়ন সদস্য ।
অনুষ্ঠানে লামা ফায়ারিং রেন্জ পুনরুদ্ধার ও সংস্কারে অসাধারন ভুমিকার জন্য লামা পৌর মেয়রকে বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হয় ।
সম্মানিত অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান লামা মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ন জয়ন্তীতে মুজিব কানন ,বৃক্ষরোপন , টুর্নামেন্ট আয়োজন সহ বিভিন্ন জনকল্যানমুলক কর্মকান্ডের জন্য ৩২ আনসার ব্যাটালিয়নকে লামাবাসীর পক্ষ থেকে আজীবন সম্মাননা জ্ঞাপন করেন ।তিনি অচিরেই এই ব্যাটালিয়ন কে নদী ভাংগন থেকে সুরক্ষা ও পর্যটন শিল্পের বিকাশে জলবায়ু ট্রাষ্ট ফান্ডের অধীনে একটি ঝুলন্ত সেতু প্রকল্প তৈরী ও বাস্তবায়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন ।
২০২০-২১ সালে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্নজয়ন্তী আয়োজনে ,বিভিন্ন উন্নয়ন কর্মসুচীর জন্য , সাহসিকতা ও শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত পাঁচ জন হচ্ছেন এডি এসএম বেলাল, পিসি জিয়াউল হক ,এপিসি আব্দুস সালাম , ল্যান্স নায়েক আবদুর রহমান ও আইসিটি সহকারী রাশেদ বিল্লাহ ,অনুষ্ঠানে স্থানীয়দের মধ্যে ডিএফও র অনুদানে তিনশত গাছের চারা বিতরন করা হয়।
Discussion about this post