৭১ বাংলাদেশ প্রতিনিধিঃ দলীয় ভাবে মহানগর ও জেলা পর্যায়ে মুজিব বর্ষ পালনের প্রস্তুতি গ্রহণে দ্রুত সময়ের কেন্দ্রীয় আওয়ামী লীগের সাথে সমন্বয়ের আহবান জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
রোববার (৫ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম সিনিয়রস ক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে এক মত বিনিময় সভায় তিনি এ আহবান জানান।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে সরকারের পক্ষ থেকে মুজিব বর্ষ পালন করা হবে। মুজিব বর্ষ পালন উপলক্ষে দেশব্যাপী মেগা কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকেও ব্যাপক কর্মসুচি পালন করা হবে। এজন্য কেন্দ্রীয় ভাবে দুটি কমিটিও গঠন করা হয়েছে। একটি মুজিব বর্ষ উদযাপন কমিটি। আরেকটি মুজিব বর্ষ বাস্তবায়ন কমিটি।
মত বিনিময় সভায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি নাসিরুদ্দিন তোতা, চট্টগ্রাম সিনিয়রস ক্লাব সহ-সভাপতি ডা. সেলিম আকতার চৌধুরী বক্তব্য রাখেন।
এসময় গণমাধ্যম কর্মীসহ চট্টগ্রাম আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসহযোগী সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।