চট্রগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় নালায় পড়ে পানির স্রোতে হারিয়ে যাওয়া ছালেহ আহমদের বাসায় গেলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী।
বৃহস্পতিবার রাতে ছালেহ আহমদের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তিন।
পাশাপাশি তাঁর খোঁজ নেওয়ার বিষয়ে সব ধরণের পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।
এছাড়াও এ ঘটনায় সিটি মেয়র দুঃখ প্রকাশ করে ছালেহ আহমদের পরিবারের সদস্যদের ধৈর্য ধরার অনুরোধ জানান।
Discussion about this post