চট্রগ্রাম মুরাদপুরে চশমা খালে নিখোঁজ ছালেহ আহমেদের ছেলে সাদেকুর রহিমকে চাকরি দিচ্ছে চট্টগ্রাম সিটি মেয়র।
চাকরি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চসিকের বর্তমান মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।
জানা গেছে, ছালেহ আহমেদ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী।নিখোঁজ হওয়ার পর থেকে ছালেহ আহমেদের পরিবারে নেমে আসে নির্মম কষ্ট। এখন উপার্জন করার মতো তাদের পরিবারে কেউ নেই।
ছালেহ আহমেদের স্ত্রী বলেন, উনিই ছিলেন একমাত্র ভরসা। দুই সপ্তাহ ধরে খুব কষ্টে আছি।
মেয়র বলেছেন সিটি করপোরেশনে একটা চাকরি ব্যবস্থা করে দিবে। সেটা হলে কিছুটা স্বস্তি পাবো।
ছালেহ আহমেদের ছেলে সাদেকুর রহমান বলেন, মেয়র ২৬ আগস্ট আমাদের নানুর বাসায় (আছাদগঞ্জ) এসেছিলেন। উনি বলেছিলেন সিটি করপোরেশনে একটা চাকরির ব্যবস্থা করে দিবে। তাই গত (৬ সেপ্টেম্বর) সিটি করপোরেশন অফিসে গিয়ে সিভি (জীবন বৃত্তান্ত) জমা দিয়েছি।
এ ব্যাপারে জানতে চাইলে মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, চেষ্টা করছি একটা চাকরি ব্যবস্থা করার।
উল্লেখ্য, ২৫ আগস্ট সকালে টানা বৃষ্টিতে নগরীর বেশকিছু এলাকা পানিতে তলিয়ে যায়। অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় পানিতে একাকার হয়ে যায় রাস্তা, খাল ও নালা। এর মধ্যেই ওইদিন সকালে নগরীর মুরাদপুর মোড়ে রাস্তা পার হওয়ার সময় চশমা খালে পা পিছলে পড়ে পানির তীব্র স্রোতে তলিয়ে যান সবজি ব্যবসায়ী ছালেহ আহমেদ।
ঘটনার পর উদ্ধার অভিযান শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে ঘটনার চৌদ্দ দিন পরেও উদ্ধার হয়নি ছালেহ আহমেদ। নিখোঁজের এতদিন পরেও এখনও তার কোনো সন্ধান না পাওয়ায় মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন ছালেহ আহমেদের পরিবারসহ স্বজনেরা।
ফাইল ফটো