সম্পাদকীয়ঃরাজনৈতিক মাঠে অনেকগুলো দল ও জোট। এবার এদের সংখ্যা সম্ভবত এ দেশে সর্বকালের রেকর্ড। কিন্তু মূল রাজনৈতিক খেলোয়াড় দুটি। একটি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিস্তৃত মহাজোট। অন্যটি হলো ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট। তারা সব দিক থেকে আলাদা, নাকি মুদ্রার এপিঠ-ওপিঠ, এ নিয়ে তর্ক হতে পারে ?
অন্যদিকে জাতীয় ঐক্যফ্রন্টের মার্কা হলো ধানের শীষ। তবে এখানেও ছোট শরিকেরা নিজস্ব মার্কা নিয়ে মাঠে থাকতে পারে।