আমি শেখ সেলিম
কবিতা লেখকঃ রফিকুল ইসলাম (খোকন)
আমি বীর-করবোনা নত আমার শির
মৃত্যুর পরোয়া নেই আমার-আমি সাংবাদিক ,
ধরেছি কলম যবে থেকে
অন্যায়ের প্রতিবাদ করবো-রুখে দাড়াবো
অপশক্তি-কালো বাজারী-মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে
এ আমার পণ-বাংলা মায়ের তরে ,
দুস্কৃতিকারীরা-আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ হবেনা ,
আমি উড়ে আসিনি ,
পাঠানটুলি-নাজিরপুর-চট্টগ্রাম আমার জন্মভূমি ,
ত্রিশ লক্ষ শহিদের রক্তে রঞ্জিত স্বাধীন এ বাংলা
ধ্বংস করতে চাস পারবি না ,
হাজারো সাংবাদিক কলম যোদ্ধা রুখে দাড়াবে
প্রতিহত করবে-গড়বে প্রতিরোধ ,
আমি মানুষ-আমি সাংবাদিক-আমি শেখ সেলিম
অর্থের কাছে দেয়নি বিকিয়ে মনুষ্যত্ব
বিবেকের কাছে আমি দায়বদ্ধ ,
থাকবো বেঁচে যতদিন-লড়ে যাব ততদিন
অন্যায়-অবিচার-মাদক ব্যবসার বিরুদ্ধে
এ আমার পণ-বাংলা মায়ের তরে । ছবি=সাংবাদিক -সম্পাদক শেখ সেলিম ।
Discussion about this post