বিশেষ প্রতিবেদকঃকক্সবাজারে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ কে হত্যার অভিযোগে মামলা করেছেন তার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস।
বুধবার (৫ আগস্ট) সকালে কক্সবাজার আদালতে দায়ের করা মামলায় আসামি করা হয়েছে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ লিয়াকতসহ ৯ পুলিশ সদস্যকে। মামলাটি তদন্তের জন্য র্যাবকে নির্দেশ দেন আদালত।
গত ৩১ জুলাই রাতে, কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডে, শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হয়েছেন অবসরপ্রাপ্ত মেজর রাশেদ সিনহা।