চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের কার্যালয় স্থানান্তর করা হয়েছে। প্রতিষ্ঠার প্রায় ৪০ বছর পর নগরীর লালদীঘির পাড় থেকে স্থানান্তর করে নেয়া হয়েছে দামপাড়া পুলিশ লাইনে।
২৯ জুলাই থেকে দামপাড়া পুলিশ লাইনের নব নির্মিত কার্যালয়ে পুলিশ কমিশনার তথা সিএমপির হেডকোয়াটার্স কার্যক্রম পরিচালিত হবে বলে সিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের কার্যালয় তথাকোতোয়ালী থানাধীন লালদিঘীপাড় থেকে নগরীর দামপাড়া পুলিশ লাইনে স্থানান্তর করা হয়েছে। ২৯/০৭/২০১৮ ইং তারিখ হতে পুলিশ কমিশনার মহোদয় দামপাড়া পুলিশ কমিশনার কার্যালয়ে অফিস করবেন।
Discussion about this post