৭১ বাংলাদেশ প্রতিনিধিঃ৩০ আগস্ট ২০১৯ ইং সকাল ১০ টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দামপাড়া পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে জাতীয় শোক দিবস ২০১৯ উপলক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও সিএমপি স্কুল এন্ড কলেজ কর্তৃক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সি এম পি) পুলিশ কমিশনার ও সিএমপি স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ (এমপি) ।
এছাড়া উক্ত আলোচনা সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন ) আমেনা বেগম বিপিএম-, উপ-পুলিশ কমিশনার (সদর) শ্যামল কুমার নাথ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন বিভাগের উপ-পুলিশ কমিশনারগন, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, সিএমপির বিভিন্ন স্তরের অফিসার ও ফোর্স এবং সিএমপি স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন