বিশেষ প্রতিনিধিঃচট্টগ্রাম নগরের কাপ্তাই রাস্তার মাথা ফুলকলি ফুড প্রোডাক্টস পণ্যের মোড়কে উৎপাদন,মেয়াদ ও খুচরা মূল্য না থাকায় ৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
এর আগে মেয়াদ উত্তীর্ণ দই ও কোমল পানীয় রাখার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছিলো ফুলকলিকে। এছাড়া বাকলিয়া, বন্দর ও কোতয়ালী থানা আরও ৭ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (৬ জুলাই) সকালে পৃথক অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এর উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার, সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান অভিযান পরিচালনা করেন।
চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ফুলকলিকে এবারসহ দুবার জরিমানা করা হয়েছে।
তিনি বলেন,অভিযানকালে কাপ্তাই রাস্তার মাথায় মডার্ন হাসান বেকারিকে ১০ হাজার, রিফাত ফার্মেসিকে ১০ হাজার, মেসার্স মামুন স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তাছাড়া বন্দর ও কোতয়ালী থানা এলাকার ফার্মভিলের পরিবেশক কে কে এস ফুডসকে ১ হাজার, জান্নাত সুপার মার্টকে ১ হাজার ,রাতুল স্টোরকে ১ হাজার ও ওয়ার্ল্ড সেন্টারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।