ঢাকার ধামরাই উপজেলায় বাসের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে।
শুক্রবার বিকেল ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা বাসস্ট্যান্ডের অদূরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত যুবকদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। তাদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাহাব উদ্দিন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মানিকগঞ্জগামী যাত্রীবাহী বাস পালসার ব্রান্ডের মোটরসাইকেল চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহীর সবাই ঘটনাস্থলে মারা যায়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক শাহা বলেন, জয়পুরা বাসস্ট্যান্ডের অদূরে অন্য বাসকে ওভারটেকিং করার চেষ্টা করছিল যাত্রীবাহী বাসটি। এতে দুর্ঘটনা ঘটে বলে তথ্য পাওয়া গেছে।
জানাগেছে দুর্ঘটনার পর চালক বাস রেখে পালিয়ে গেছে ।