ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) রবিবার অভিযান পরিচালনা করে গনধর্ষণ মামলার অন্যতম আসামী সোহাগ মিয়াকে গ্রেফতার করেছে। রবিবার রাতে গাজীপুর জেলার জয়দেবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সোমবার সোহাগ মিয়াকে আদালতে প্রেরণ করা হয়েছে। ডিবি পুলিশ জানায়, গত ১৪ সেপ্টেম্বর রাতে এক কিশোরী ত্রিশাল থেকে গফরগাও যাওয়ার উদ্দেশ্যে সিএনজিযোগে রওনা দিলে পথিমধ্যে তাকে গণধর্ষণ করে। ঐ কিশোরী জ্ঞান হারিয়ে ফেললে তাকে ঢাকা-ময়মনসিংহ রোডের ত্রিশালের সৌদিয়া পেট্টোল পাম্পের পাশে ফেলে ধর্ষকচক্র পালিয়ে যায়। পরদিন ১৫ সেপ্টেম্বর লোক মারফত খবর পেয়ে ঐ কিশোরীর পরিবার আসেন এবং এ ঘটনায় মামলা দায়ের করেন। যার নং ১৮- পুলিশ সুপারের নির্দেশে ময়মনসিংহ ডিবি পুলিশের ওসি শাহ কামালের নেতৃত্বে এসআই আক্রামসহ অন্যান্যরা রবিবার অভিযান পরিচালনা করে। অভিযানে ধর্ষক সোহাগ মিয়াকে গাজীপুরের জয়দেবপুর থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সোহাগ পুলিশের কাছে অপরাধ স্বিকার করে বলে ওসি ডিবি শাহ কামাল জানান।
Discussion about this post