তপু রায়হান রাব্বী,জেলা প্রতিনিধিঃ২৬ এপ্রিল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার কোতোয়ালী মডেল থানার দাপুনিয়া এলাকা থেকে একাধিক মামলার আসামী মোঃ আবুল হোসেনসহ ৬ জনকে গ্রেফতার করে র্যাব-১৪ এর একটি দল। এসময় তাদের কাছ থেকে পাওয়া যায় একটি পিস্তল, একটি ম্যগজিন, ১ রাউন্ড গুলি, ককটেল, ১৫টি দেশীয় ধারালো অস্ত্র, ১ লক্ষ ৮০ হাজার টাকা ও মোবাইল ফোন উদ্বার করা হয়। বৃহস্পতিবার দুপুরে প্রেস বিফিং এর মাধ্যমে র্যাবের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলো- মোঃ আবুল হোসেন(৩৩), মোঃ ইকবাল হোসেন(২৭), মোঃ আশিকুজ্জামান(১৮), মোঃআনোয়ার হোসেন(২৫), মোঃ আতিকুল ইসলাম তুহীন (১৮) ও মোঃ আব্দুর রশিদ(৪৫)।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে স্থানীয় এলাকার লোকজনকে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে ভূমি দখল, চাদাবাজীসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়াও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানাগেছে