তপু রায়হান রাব্বী প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয় উপজেলায় র্যাবের হাতে পাঁচ কেজি, গাঁজাসহ মাদক ব্যবসায়ী বাদশা ধরা পড়ে। পরে ময়মনসিংহ র্যাব ১৪ মাদক ব্যবসায়ী মোঃ বাদশা মিয়াকে (৫০) পাগলা থানায় সোপর্দ করে। পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী বাদশা তার গ্রামের বাড়ি গফরগাঁওয়ের পাগলা থানাধীন মশাখালী গ্রামের বাড়িতে গাঁজা ও অন্যান্যে মাদক বিক্রি করে আসছিল। এ অবস্থায় গতকাল ১০ই মার্চ রোজ শনিবার রাতে ময়মনসিংহ র্যাব ১৪ হানা দিয়ে বাদশাকে আটক করে। পরে তার বসত ঘরে তল্লাশি করে পাঁচ কেজি গাঁজা পায় র্যাব। পরে গাঁজাসহ বাদশা মিয়াকে র্যাব পাগলা থানা পুলিশে সোপর্দ করে। পাগলা থানার ওসি মোঃ মোখলেছুর রহমান আকন্দ বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর নামে মাদক আইনে মামলা দায়েরের পর আজ ১১ই মার্চ রোজ রবিবার দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়।
Discussion about this post