করোনাকালীন সময়ে অক্সিজেনের জন্য যখন চট্টগ্রামে হাহাকার চলছিল তখন লক্ষ লক্ষ টাকা ব্যয়ে জেনারেল হসপিটালে অক্সিজেন সরবরাহ লাইন স্থাপন করেছিল এস. আলম গ্রুপ।
করোনাকালীন সময়ে কক্সবাজারে এম্বুল্যান্স সংকটে এম্বুল্যান্স উপহার দিয়েছিল এস. আলম গ্রুপ।
চিকিৎসা সংকটে ঢাকা চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে শতাধিক হাই ফ্লুলো নজুল ক্যানুলা দিয়েছিল এস. আলম গ্রুপ। কোটি কোটি টাকা ব্যয়ে ঢাকা চট্টগ্রাম সিলেটের কয়েকটি হাসপাতালে ভেন্টিলেটর দিয়েছিল
এস. আলম গ্রুপ।
এস. আলম গ্রুপ এতসব কিছু তখনি করেছেন যখন মহামারির কারনে বিশ্বব্যাপি ব্যবসায়িক মন্দা চলছে অথচ মানববতার উজ্জল দৃষ্টান্ত এস. আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ ব্যবসায়িক মন্দার কথা ভাবেননি তিনি ভেবেছেন মানবতার কথা তাই উদার হস্তে অর্থ ঢেলে দিলেন মানুষের এই কঠিন সংকট মোকাবিলায় যেটি অনন্য নজির।
এভাবে দেশ ও জনগনের প্রয়োজনে, যখন যেখানে প্রয়োজন সেখানে এস. আলম গ্রুপ সামর্থ অনুযায়ী সাড়া দিয়ে যাচ্ছে।
জানা অজানা এরকম হাজারো মানব সেবায় এক উজ্জল দৃষ্টান্ত এস. আলম গ্রুপ।
বাশখালীতে কয়লাবিদ্যুৎ কেন্দ্র এটি একটি এস. আলম গ্রুপের বৃহৎ প্রকল্প। SS Power, 1320 Coal Fired Power Project, বাশঁখালী, এস. আলম গ্রুপের মালিকানাধীন বেসরকারি পর্যায়ের সর্ববৃহৎ কয়লা বিদ্যুৎ কেন্দ্র।যেটি বাস্তবায়িত হলে দেশের বিদ্যুৎ খাতে বিশাল ভূমিকা রাখবে।
মহামারি করোনাকালীন সময়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত সহ প্রায় সময় দেশের অন্যতম বৃহৎ এই শিল্প গ্রুপটি ব্যাংক বীমা সহ অসংখ্য প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে।
দেশের অর্থনীতিতে অবদান,বেকারত্ব দূরীকরন, মানবকল্যানে নিয়মিত বিশাল অবদান রাখছে যা অত্যন্ত প্রশংসাযোগ্য।
স্বপ্নের সোনার বাংলা গড়ার ক্ষেত্রে এভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে এস. আলম গ্রুপ।
দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্টান যাদের রয়েছে নিজস্ব কয়েকটি ব্যাংক সহ বহু শিল্প কারখানা ও আর্থিক প্রতিষ্টান যেখানে কর্মরত রয়েছেন দেশের বিভিন্ন অঞ্চলের হাজার হাজার মানুষ।
অতীতের বিভিন্ন সময়ের মত ষড়যন্ত্রের অংশ হিসেবে কিছু মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে এস. আলম গ্রুপকে নিয়ে যা মোটেও সমিচিন নয়।
দেশের উন্নয়নে মানুষের কল্যানে এস. আলম গ্রুপ এর বিশাল ভূমিকা রয়েছে।
Discussion about this post