টাংগাইল ব্যুরোঃটাংগাইলের নাগরপুরে যমুনা ও ধলেশ্বরী নদীর তীর সংরক্ষন প্রকল্প কাজের পরিদর্শন করেছেন পানি সম্পদ উপমন্ত্রী এ.কে.এম এনামুল হক শামীম। তিনি সোমবার সকালে চড় সলিমাবাদের ভূতের মোড়, ঘোনাপাড়া, পাকশা মাইজাল ও নলসন্ধ্যা এলাকার নদী সংরক্ষন কাজ পর্যবেক্ষন করেন। এনামুল হক শামীম সাংবাদিকদের জানান, নদী ভাঙন বাংলাদেশের জন্য ভয়াবহ ও অন্যতম প্রধান সমস্যা। নদীর গতি প্রবাহ ঠিক রাখতে সমন্বিত পরিকল্পনা প্রয়োজন। নাগরপুরের যমুনা ও ধলেশ্বরী নদীর ভাঙন রোধে ব্লক, বালির বস্তা ফেলা সহ স্থায়ী বেড়িবাধ নির্মান করার পরিকল্পনা সরকারের রয়েছে। এ সময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল-৬ আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটু। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম, নাগরপুর থানার অফিসার ইনচার্জ আলম চাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কুদরত আলী, ইউ.পি চেয়ারম্যান দাউদুল ইসলাম, শওকত হোসেন, মোঃ হুমায়ন কবীর সহ ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ এবং আওয়ামীলীগের তৃনমুল নেতৃবৃন্দ।
Discussion about this post