বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর তত্ত্বাবধানে সিলেটের প্রথম সারির সামাজিক যুব সংগঠন হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার সহযোগিতায় স্থানীয় যুব মহিলাদের মধ্যে ৫ দিন ব্যাপী মৌচাষ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের পাঁচমাইলস্থ বরায়া উত্তরভাগে সংস্থার হল রুমে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন বিসিক এর মহাব্যবস্থাপক প্রকৌশলী সুহেল হাওলাদার।
হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সংগঠক আশফাক উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিসিক এর সিনিয়র কর্মকর্তা মোঃ তোফায়েল আহমদ, প্রশিক্ষক মোঃ এমরান আহমদ। প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থার সহ সভাপতি নারী উদ্যোক্তা ছালেহা বেগম, অফিস সহকারী মুন্নি বেগম, এডভোকেট জাফরান জামিল, সেলাই প্রশিক্ষক সাম্মি আক্তার সহ প্রশিক্ষনার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।।
প্রধান অতিথির বক্তব্যে মহাব্যবস্থাপক প্রকৌশল সুহেল হাওলাদার বলেন, মহামারী করোনায় আজ বিশ্ব কঠিন পরিস্থিতি অতিক্রম করছে। তাই সামাজিক দূরত্ব বজায় রেখে জীবন চালিয়ে যেতে হবে। তিনি সময় উপযোগী বিভিন্ন নির্দেশনা ও উৎসাহ মূলক বক্তব্য প্রদান করেন।
Discussion about this post