চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আধুনিক যান্ত্রিক সভ্যতার এই সময়ে মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য, সম্প্রীতির সংকট চলছে। ব্যক্তিস্বার্থের যাঁতাকলে পড়ে সবাই ক্রমশ আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে। নিজেকে নিয়েই মানুষ এত বেশি ব্যস্ত হয়ে পড়েছে যে পরিবার বা সমাজ নিয়ে চিন্তা করার কারো সময় নেই। দিন দিন মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য-সম্প্রীতিবোধ নষ্ট হয়ে যাচ্ছে।
মানুষ জন্মগত ভাবেই সামাজিক জীব। যেখানে সামাজিকতা নেই, সেখানে মানবিক মূল্যবোধও নেই। তখনই শুরু হয় সর্বক্ষেত্রে অস্থিরতা। এই অস্থিরতাই আমাদের সমাজকে নানান অনৈতিক, অনিয়ম, দুর্নীতির ভেড়াজালে বন্দি করে ফেলে। এই সামাজিক সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় মানুষে মানুষে সম্প্রীতি ও বন্ধন সুদৃঢ় করা।
শুক্রবার এই পুনর্মিলনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা একত্রিত হয়েছে একই ছাদের নিচে। সম্প্রীতির বন্ধন অক্ষুন্ন রাখতে এই ধরণের পুনর্মিলনী বাস্তবিক অর্থেই ভূমিকা রাখে।সকালে পাঠানটুলী খান সাহেব সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র এসব বলেন।
আয়োজক পরিষদের আহবায়ক নাজমা ইকরামের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক তানজিনা খানমের সঞ্চালনায়,অনুষ্ঠানে ২৩ নাং ওয়ার্ড কাউন্সিলর মো.জাবেদ,সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ফারহানা জাবেদ,আলহাজ্ব মনির আহমেদ,মো.হাসান, রাজনীতিক দোস্ত মোহাম্মদ, দাতা পরিবারের সদস্য রিয়াজ মোহাম্মদ খান, সমাজ সেবক মনির আহমদ, আবদুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা আনোয়ার খান,রাজনীতিক গোলাম মোহাম্মদ,সাইফুদ্দিন তুষার,আমিনুল ইসলাম অভি,সদস্য সচিব জুঁই বড়–য়া বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র আরো বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। সমাজ বিনির্মানে ও দেশের উন্নয়নে নারীর ভুমিকা অপরিসীম। সকল ধর্মে নারীদের প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। এই বিষয়গুলোকে আমলে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার নারীর ক্ষমতায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মেয়র বলেন, নারীরা পুরুষের সাথে সমান তালে প্রতিযোগিতার মাধ্যমে প্রতিটি ক্ষেত্রে সমাজের বিভিন্ন স্তরে নিজেদের প্রতিষ্ঠা করছেন।
Discussion about this post