জনতার কলামঃযে মাটিতে সিরাজুল আলম খান শুয়ে আছে, সেই মাটিতে ছাত্র পরিষদ শক্তিশালী সংগঠন হিসেবে আত্ম প্রকাশ সময়ের ব্যাপার বলে জানান স্বরূপ হাসান শাহীন।
ছাত্র পরিষদ নোয়াখালী জেলা টিম এর মতবিনিময় সভা তিনি এ কথা বলেন।
২৬ সেপ্টেম্বর ২০২৫,শুক্রবার, বিকেল পাঁচ টায় নোয়াখালীর চৌমুহনীস্থ সেতু ভাঙার একটি শিক্ষা প্রতিষ্ঠান ” ছাত্র পরিষদ students congress ” এর এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন স্বরূপ হাসান শাহীন সহ ছাত্র পরিষদের সাবেক ও বর্তমান নেতৃস্থানীয় জনাব মসিউর রহমান মসি, জনাব মোঃ হামিদুল হক।
এছাড়া মুক্ত রাজনৈতিক আন্দোলন এর বি এইচ বেলাল, শামসুল আলম রবি ও কৃষক জনতার আন্দোলন এর কেন্দ্রিয় সভাপতি জনাব জয়নাল আবেদীন প্রমুখ।
“চিন্তার স্বাধীনতার জন্য অদলীয় ভাবে অবিরাম লড়াই সংগ্রাম করার ভেতর দিয়ে বাঙালির তৃতীয় জাগরণকে শক্তিশালী কাঠামোয় রূপ দিতে অভ্যন্তরীন পরাধীনতা থেকে মুক্তির পথ ১৪ দফাই।
বলে আলোচকদের বক্তব্যে ফুটে উঠেছে। রাত ৮ টা পর্যন্ত এই মতবিনিময় সভা চলে।
পরিশেষে সবার মতামতের উপর ভিত্তি করে ৩ টা টিম গঠন করা হয়।
টিম ১
ক। সভাপতি# জনাব জাহিদ হাসান হিমেল।
খ।সাধারণ সম্পাদক # জনাব আইরিন আকতার বর্ষা
গ।দপ্তর সম্পাদক # জনাব শাহাদাত হোসেন সোহাগ
টিম ২
ক, সভাপতি # জনাব ইয়াসির আরাফাত মারুফ
খ,সাধারণ সম্পাদক # জনাব লাজ্জাত এনাম মহাছি নিত্য
গ, দপ্তর সম্পাদক # সুরাইয়া আক্তার বর্ণা।
টিম ৩
সেনবাগ সরকারি কলেজ।
ক,সভাপতি # জনাব আমরিন আক্তার বেলী।
খ,সাধারণ সম্পাদক # জনাব ইয়াসিন আরাফাত।
গ,দপ্তর সম্পাদক # জনাব ইশরাত জাহান তমা।
ছাত্র পরিষদ এর এই সভা আয়োজনে প্রধান ভূমিকা পালন করেন বি এইচ বেলাল।
তাঁকে সংগঠনের পক্ষ অভিবাদন জানানো হয়।
বিদ্যুৎ বিভ্রাট সভার স্বাভাবিক কার্যক্রম চালাতে অসুবিধা হলেও অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন হয়।