৭১ বাংলাদেশ প্রতিনিধিঃযৌতুক দিতে না পারায় নববধুর আত্বহত্যা ,যোতুক লোভী ইমতিয়াজ হোসেন প্রকাশ শিবলু এবং তার পরিবার বর্তমানে পলাতক রয়েছে,সিতাকুন্ড থানা পুলিস যোতুক লোভী শিবলুর বাড়িতে গিয়ে কাউকে না পেয়ে ফিরে আসে তাদের খোজে মাঠে নেমেছে সিতাকুন্ড পুলিস।
সূত্র জানিয়েছে এর পূর্বে ও শিবলু প্রেমের ফাদেঁ ফেলে দুইটি মেয়ের জীবন নষ্ট করেছে ।শিবলুর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায় ।
এলাকাবাসি সূত্রে জানা যায় গত ২৫ ই অক্টোবর ২০১৯ ইং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে ।
প্রেমের সম্পর্ক থেকে বিয়ে। কিন্তু শ্বশুর বাড়িতে থাকা হলো না জান্নাতুল ফেরদৌস তুশা (১৮) নামে এক নববধুর । এর আগেই স্বামী ও শাশুড়ির সাথে অভিমান করে আত্মহত্যা করেছে সে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকা থেকে ওই তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। জানা যায়, উপজেলার শীতলপুরের লালবাগ এলাকার জাফর ইকবালের ছেলে ইমতিয়াজ হোসেন শিবলুর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে বাঁশবাড়িয়া এলাকার মো. রফিকের মেয়ে জান্নাতুল ফেরদৌস তুশার।
তিন মাস আগে তারা নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করে। এক সপ্তাহ পর তুশা নিজবাড়িতে চলে আসে। ইমতিয়াজ হোসেন শিবলু একটি বেসরকারি কোম্পানিতে চাকুরি করে।মেয়ের সুখের কথা চিন্তা করে বিয়ের বিষয়টি নববধু তুশার পরিবার মেনে নিলেও বাঁধসাধে শিবলুর মা মাজেদা বেগম ও পিতা জাফর ইকবাল ।
তবে তুশার পরিবার শিবলুর মা ও বাবা কে অনেক বুঝিয়ে-সুজিয়ে রাজি করালেও তারা শর্ত হিসেবে বিশাল যৌতুকের লিস্ট ধরিয়ে দেন।
নববধু তুশার পরিবার অভিযোগ করেন,শিবলুর মা তার ছেলেকে একটা পাকা ঘর করে দিতে বলেন। এছাড়া দুই হাজার বরযাত্রী ও বিভিন্ন পদের ফার্নিসার সহ নগদ ১০ লক্ষ টাকা যৌতুক দাবি করেন। যদি এসব না দিই তাহলে তুশাকে তালাকের হুমকি দেয়। পাশাপাশি তার মামা দেলোয়ার হোসেনও যৌতুক দিতে না পারলে এক সপ্তাহের মধ্যে শিবলুকে আরেকটি বিয়ে করাবেন বলে হুঁশিয়ারি দেন। এছাড়া শিবলু তুশার মৃত্যুর দুদিন আগে তাকে ফোন করে তুশাকে বলেন, আমার মা ও বাবার দাবিগুলো পূরণ না হলে শনিবার তোমার কাছে ডিভোর্স লেটার যাবে। এসময় নববধু তুশা শিবলুকে যৌতুক দিতে অপারগতা প্রকাশ করে। এর মধ্যে বৃহস্পতিবার বিকালে তাদের দুজনের মধ্যে মোবাইলে বেশ তর্ক-বিতর্ক হয়।
ওই সময় বারবার তালাকের হুমকি দেয়ায় অভিমানে ঘরের সিলিংয়ের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে তুশা।
এ ব্যাপারে জানতে চাইলে বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. শওকত জাহাঙ্গীর বলেন, আমার ৫নং ওয়ার্ডে একটি নববধু আত্মহত্যা করেছে বলে শুনেছি। বিষয়টি থানায় অবহিত করলে তারা লাশ চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) শামীম শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, বাঁশবাড়িয়ায় যৌতুক দাবি করায় এক নববধু আত্মহত্যা করেছে। ঘটনার পরপরই তার পরিবার আত্মগোপন করেছেন। এঘটনায় আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।
Discussion about this post