৭১ বাংলাদেশ প্রতিনিধিঃরাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের সিকদার পাড়া এলাকায় লোহা বোজাই ট্রাক এবং যাত্রী বোজাই সি এন জি টেক্সির মুখোমুখী সংঘর্ষে সাংবাদিক মোঃ কামাল হোসেন তার স্ত্রী ও শ্যালিকা সহ তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
৪ ফেব্রুয়ারী সন্দ্যা ৬ ঘঠিকায় এ ঘঠনাটি ঘঠে। স্থানীয় জন সুত্রে জানাযায় বেপরুয়া গতিতে আসা ট্রাকটি সি এন জি টেক্সিকে ধাক্কা দিলে সি এন জি টেক্সির ভিতরে থাকা ৩ যাত্রী আহত হয়।
আহতদের স্থানীয় জনতা উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।