৭১ বাংলাদেশ প্রতিবেদকঃ রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৮১০ পুরিয়া হেরোইন (ওজন৩৫২ গ্রাম), ১৪৩৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৮৫০ গ্রাম গাঁজা, ৫ বোতল ফেন্সিডিল ও ২০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।
পুলিশ আরো জানায়, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার ও এসব মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে
Discussion about this post