বিশেষ প্রতিনিধিঃরাজশাহী নগরীর নাণীবাজার অলকার মোড় এলাকার তিনটি মোবাইল ফোন বিক্রির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাজশাহীর ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তবে প্রাথমিকভাবে এর ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। জানা গেছে, রোববার সকাল ১০ টার দিকে অলকার মোড় এলাকার রাজশাহী চেম্বার অফ কমার্স ভবনের পাশে তিনটি মোবাইলের দোকানের মধ্যে ভিভো, মটোরোলা ও অন্য একটি মোবাইল ফোন বিক্রির দোকানে অগুন লাগে। এতে দোকানের ভেতরের বেশ কিছু মালামাল পুরে ছাই হয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা অগুন নিয়ন্ত্রণে অনে। এসময় সাহেববাজার ও নিউ মার্কেট সড়কজুড়ে শত শত মানুষকে ভিড় করতে দেখাগেছে । মানুষের ভিড়ের কারনে আগুন নেভাতে অনেকটাই বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীদের। প্রত্যক্ষদর্শীরা জানান এতে ফয়সাল ও অগুনে দ্বগ্ধ হন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া মানুষ গুলোর ভিড় কমাতে পুলিশ সদস্যদের দেখা যায়। রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক ভারপ্রাপ্ত আবদুর রদিশ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে অগুন নিয়ন্ত্রণে রয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।