বিশেষ প্রতিনিধিঃসাভারের এক নারী পোশাক শ্রমিককে গণধর্ষণ করা হয়েছে,অভিযুক্ত ৩ ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ । এ ঘটনায় সাভার মডেল থানায় বাদী হয়ে ভুক্তভোগী ওই নারী মামলা করে।
এরপর পুলিশ দিনভর অভিযান চালিয়ে ওই নারীর দায়ের করা মামলায় ফজর আলী, শাহাদাৎ ও ইসমাইল নামে তিন ধর্ষককে গ্রেফতার করেছে। তাছাড়া এ ঘটনায় জড়িত সাইফুল নামে আরও এক যুবক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার পুলিশ সূত্রে জানা যায়, সকালে গণধর্ষণের শিকার ওই নারী শ্রমিক সাভার মডেল থানায় লিখিত অভিযোগটি দায়ের করেন। পরে বিষয়টি গুরুত্ব দিয়ে পুলিশ দিনভর অভিযান চালিয়ে অভিযুক্ত ৩ ধর্ষককে গ্রেফতার করে। এর আগে গত ৭ জুন সাভারের সাদাপুর এলাকায় এ গণধর্ষণের ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করেছেন ওই নারী পোশাক শ্রমিক।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এখলাস উদ্দিন জানান, গত ৭ জুন ভুক্তভোগী ওই নারী পোশাক শ্রমিক কাজ শেষে রাতে বাসায় ফেরার পথে সাভারের সাদাপুর এলাকায় ৪ যুবক তাকে রাস্তা থেকে তুলে নিয়ে যায়। পরে একটি খালি বাউন্ডারির ভিতরে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক গণধর্ষণ করে। একপর্যায়ে তাকে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দিলে, ওই নারী পোশাক শ্রমিক ফরিদপুরে গ্রামের বাড়ি চলে যায়।
পরে স্বজনদের সাথে পরামর্শ করে সাভার মডেল থানায় সকালে প্রধান অভিযুক্ত ফজর আলীসহ আরও অজ্ঞাতনামা ৩ জনের নামে মামলা দায়ের করেন। এবং পুলিশ অভিযান চালিয়ে ফজর আলীসহ আরও দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।