কিছুদিন ধরেই ইন্টারনেট সেনসেশন হলেন রানু মন্ডল। রানাঘাটের স্টেশন থেকে বলিউডে হিমেশ রেশমিয়ার স্টুডিও অবধি তার জার্নিটা পুরোটাই সিনেমার গল্পের মতো। তবে তার থেকেও যেটা বেশি করে বাড়াবাড়ি হয়েছে সেটা হলো তার সম্পর্কে নানা রকম গুজব রটেছে।
সেগুলি হল অতীন্দ্র বাবু নাকি রানু দির থেকে ১০,০০০ টাকা নিয়েছে, সলমন খান রানু মন্ডল কে ফ্ল্যাট কিনে দিচ্ছেন ইত্যাদি নানা তকমা গুজব রটিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই গুজব গুলির পেছনে রয়েছে কিছু অসাধু ব্যক্তির হাত যারা সোশ্যাল প্ল্যাটফর্ম গুলিকে ব্যবহার করে চটকদার খবর বানাচ্ছে মানুষের কাছে। এর বিরুদ্ধে লাইভ এসে খোদ উগড়ে দিলেন অতীন্দ্র বাবু। তার পাশে রানু মন্ডল বসে নিজেও ক্ষোভ উগড়ে দিয়েছেন এবং আবেদন করেছেন এমন না করতে। সব শেষে অতীন্দ্রবাবুর বক্তব্য এরপর থেকে কোনো গুজব রটলে তিনি লিগ্যালি স্টেপ নেবেন।