সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরার তালা উপজেলায় রাসায়নিক পদার্থ দিয়ে পাকানো ১২০ মন (১৬৩ ক্যারেট) আম ধ্বংস করা হয়েছে। শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদ হোসেনের উপস্থিতিতে তালা থানা চত্বরে এসব আম পুড়িয়ে ফেলা হয়।
এ সময় তালা থানার ওসি (তদন্ত) কাজী মো. শহীদুল ইসলাম, এসআই মিজানুর রহমান, এসআই সেলিম জাহাঙ্গীর, এএসআই মো. মনিরুজ্জামান, এএসআই মো. ওসমান গনি উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার উপজেলার ইসলামকাটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাসায়নিক পদার্থ দিয়ে পাকানো এক ট্রাক হিমসাগর ও গোবিন্দভোগ আম জব্দ করা হয়।
রাসায়নিক পদার্থ দিয়ে পাকানো আম জব্দ এবং ধ্বংস করা অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফরিদ হোসেন।,
Discussion about this post