৭১ বাংলাদেশ প্রতিনিধিঃবায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব আল্লামা মামুনুর রশীদ নূরী বলেছেন, ইসলাম মানব চরিত কোন মত বা পথ নয়। এটা আল্লাহ কর্তৃক ও রাসুল (স:) প্রবর্তিত একটি জীবন ব্যবস্থা এবং ইসলামই হচ্ছে বিশ্ব মানবতার মুক্তির সনদ।
তিনি আরো বলেন, রাসুলের (স:) সাম্যনীতি, উদারতা ও মহানুভবতা মানব ইতিহাসে এক আলোকময় অধ্যায়। যেটা পাশ্চাত্যের বড় বড় পন্ডিত ও আইন রচয়িতাদেরকেও বিমুগ্ধ ও বিমোহিত করে তুলেছে। কারণ রাসুলে করিম (স:) হচ্ছেন সর্বকালের ও সর্বযুগের সার্বজনীন শান্তির প্রতীক ও রহমত।
আলোচনায় মাওলানা নূরী আরো বলেন, রাসুলে করীম (স:) জীবন চরিত হচ্ছে একটি জীবন্ত কুরআন। আর কুরআনই হচ্ছে তারঁই শ্রেষ্ট মুজিজা। বর্তমান ঝঞ্চা বিক্ষুদ্ধ পৃথিবীতে ঘুনেধরা সমাজ ব্যবস্থাকে আদর্শিক রূপে ফিরিয়ে আনতে হলে রাসুলের (স:) ভালবাসা ও আদর্শের বিকল্প নেই।
বুধবার ৩০ অক্টোবর কদমতলী মহল্লা কমিটির উদ্যোগে আয়োজিত ঈদে মিলাদুন্নবী (স:) মাহফিলে প্রধান অতিথি আলোচনায় উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
কদমতলী মহল্লা কমিটির সভাপতি আলহাজ্ব মনজুর আলম মঞ্জু সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব আবদুস শুক্কুর সর্দার, আলহাজ্ব জাহাঙ্গীর আলম সর্দার, আলহাজ্ব লিয়াকত আলী সর্দার ও আলহাজ্ব নুরুল আলম সর্দার,মোঃ হাবিব প্রমুখ।
Discussion about this post