এস এম মনিরুজ্জামান,বাগেরহাটঃরূপসাঘাট এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফলের অাড়তে অগ্নিকান্ড। এতে আনুমানিক ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা ।
স্থানীয়রা জানায়, গত ২৭ জানুয়ারি রাতে প্রতি দিনের মত দোকান বন্ধ করে ব্যবসায়ীরা বাসায় যায়। অাশপাশের লোক রাত অানুমানিক ৩ টার দিকে রূপসাঘাট ( পশ্চিম পাশে) ব্যাপক অাগুন দেখতে পায়। এসময় অাপেল, অাঙ্গুর, কমলা, বেদনাসহ বিভিন্ন ফল পুড়ে যায়।
দোকান মালিকরা জানায়, বিদ্যুৎতের সট সার্কিটের মাধ্যমে অাগুন লাগে ৯ টি ফলের দোকান ও পাশে থাকা গোডাউনের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা হলেন মিলন, শাহাজাহান, সাত্তার, টুকু বিশ্বাস,হায়দার, নজরুল, পলাশ, মন্টু, সমুনসহ কয়েকজন। তবে দোকান মালিকরা জানায়, বিদ্যুৎতের সটসার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অামাদের এখন পথে বসতে হবে। তাদের কে সহযোগিতা করার জন্য সরকারের নিকট অনুরোধ জানান দোকান মালিকরা ।
Discussion about this post