এস এম মনিরুজ্জামান,বাগেরহাটঃখুলনা জেলার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন থেকে অাবারও ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ অাটক হয়েছে ২ জন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে রূপসা থানায়।
জানা গেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের উপ- পরিচালক মোঃ রাশেদুজ্জামানের নেতৃত্বে সকাল সাড়ে ৭ টার দিকে ঘাটভোগ ইউনিয়নের বামনডাঙ্গা বাজার এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ শামীম নামে এক মাদক বিক্রেতাকে অাটক করে। সে পাশ্ববর্তী মোল্লাহাট উপজেলার জিরানতলা গ্রামের অাবুল বাশারের পুত্র শামীম শেখ(৩৩)। অপর দিকে গোপন সংবাদের ভিত্তীতে একই ইউনিয়নের চাঁদপুর এলাকা থেকে সকাল ৮টার সময় অাজাদ মোল্লা (৫২) কে ১ কেজি গাঁজাসহ অাটক করে। সে নরশিঙ্গাপুর উত্তরপাড়া এলাকার অা. হাই মোল্লার পুত্র অাজাদ। এদের বিরুদ্ধে রূপসা থানায় দুজনের নামে ভিন্ন, ভিন্ন ২ টি মামলা দায়ের হয়েছে। তবে সূত্র জানায়, পাশ্ববর্তী উপজেলা থেকে মাদক বিকি কিনি করতে অাসে তারা। এছাড়া এ ইউনিয়ন মাদকে সয়লাভ বলে প্রসাসন ও সর্বসস্থরের লোক জানে। তাই কৌশলে মাদক বিক্রেতাদের ধরিয়ে দিতে এলাকাবাসি উদ্যোগ নিয়েছে।