চট্রগ্রামে রেলওয়ের টিকেট কালোবাজারি করার সময় ৫২ টিকেট সহ জুয়েল(৩৫) কে আটক করেছে ডিবি পুলিশ।
কালো বাজারির কারনে রেলওয়ের টিকেট ঈদের সময় পাওয়া অনেক কষ্টকর।সূত্র জানায় ডিবি,২নং টিমের সহায়তায় ১৯ ই আগষ্ট জুয়েল কে হাতে নাতে আটক করেছে ডিবি পুলিশ ।
১৯/৮/১৮ হইতে ২৭/৮/১৮ তারিখ পযর্ন্ত মোট ৫২টি টিকেট ১০৫টি আসন,সহ জুয়েল(৩৫) নামক ব্যাক্তি কে আটক করেছে চট্রগ্রাম কোতয়ালী থানার পুলিশ । কোতয়ালী থানার মামলা নং- ৮৩(৮)১৮; ধারা ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১)।