রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন স্বীকার করেছেন তার স্ত্রীই টিটিইর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এবং বিনা টিকিটে রেলের ৩ যাত্রী তার আত্মীয়।
তবে রেলওয়ে কর্তৃপক্ষকে তার স্ত্রী টিটিকে বরখাস্ত করতে বলেননি বলেও জানান রেলমন্ত্রী।রোববার রেলভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।রেলমন্ত্রী বলেন, ‘তবে আমার স্ত্রী হিসেবে তার এই অভিযোগ করা উচিত হয়নি।’
যে ঘটনাটি ঘটেছে তা আমার জন্য স্বভাবতই বিব্রতকর’, বলেন মন্ত্রী।
রেলওয়ের পাকশী বিভাগের ঈশ্বরদী সদর দপ্তরে কর্মরত ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক (টিটিই) মো. শফিকুল ইসলামকে বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে।
রোববার দুপুর ১২টার দিকে রেলওয়ে পাকশী বিভাগের ব্যবস্থাপক মো. শাহীদুল ইসলাম এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘শফিকুল ইসলাম বরখাস্তের আদেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এ মুহূর্ত থেকেই তিনি আবার কাজে যোগ দিতে পারবেন।
কথিত’ আত্মীয়দের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের না চেনার তথ্য সঠিক উল্লেখ করে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মন্ত্রীর স্ত্রীর কথায় বরখাস্ত সমীচীন নয়।
রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে মা দিবস উপলক্ষে গরবিনী মা সন্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।রেলমন্ত্রীর স্ত্রীর কথায় রেলের টিটিই শফিকুল ইসলামকে বরখাস্তের প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেন।