৭১ বাংলাদেশ ডেস্কঃরোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) এর আঞ্চলিক প্রধান পুনম ক্ষেত্রপাল সিং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহবান জানান।
প্রধানমন্ত্রীর সঙ্গে পুনম ক্ষেত্রপাল সিংয়ের কি কথা হয়েছে তার বিস্তারিত বর্ণনা দেন প্রেস সচিব ইহসানুল করিম।
ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, ‘মানবতার দিক বিবেচনা করে বাংলাদেশ ১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। কিন্তু তাদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ মিয়ানমারের ওপর অবশ্যই রাখতে হবে।’
তিনি বলেন, সঙ্কট নিরসনে বাংলাদেশ মিয়ানমারের পাঁচ প্রতিবেশীর সঙ্গে আলোচনা করে যাচ্ছে।
রোহিঙ্গা সংকটে বাংলাদেশের ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করে পুনম ক্ষেত্রপাল সিং বলেন, ‘বাংলাদেশ সরকার এ ক্ষেত্রে বিশাল এক কাজ করেছে।’ তিনি টিকাদান ও অন্যান্য চিকিৎসা সেবায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতারও আশ্বাস দেন।
বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সংখ্যাকে ভুটানের মোট জনসংখ্যারও বেশি বলে উল্লেখ করে তিনি বলেন, তাদের ব্যবস্থাপনার কাজটি একটি ‘বিশাল কাজ’। কিন্তু সঙ্গে সঙ্গে হু’র কর্মকর্তাদের ভয়ও হচ্ছে যে রোহিঙ্গারা আসন্ন বর্ষায় পানি বাহিত রোগ ও স্যানিটেশন সমস্যাসহ মারাত্মক স্বাস্থ্য সংকটে পড়বে। তিনি স্বাস্থ্য সমস্যার সমাধানের চলমান স্বাস্থ্য সংক্রান্ত কর্মসূচি অব্যাহত রাখার জন্য বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানান।