৭১ বাংলাদেশ ডেস্কঃমহান স্বাধীনতা দিবস উপলক্ষে র্যালির অনুমতি পেয়েছে বিএনপি। আগামীকাল বুধবার এ র্যালির আয়োজন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, র্যালিটি আগামীকাল দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হবে। এটি কাকরাইল, শান্তিনগর মোড় হয়ে মালিবাগ মোড় পর্যন্ত অগ্রসর হবে।
এর আগে শনিবার সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মলনে স্বাধীনতা দিবস উপলক্ষে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে আরো আছে- ২৬ মার্চ ভোরে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ জেলা-উপজেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিকালে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়া ২৭ মার্চ ঢাকায় স্বাধীনতা র্যালি এবং ৩১ মার্চ রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা।