সিলেট প্রতিনিধিঃলক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির ৫ নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার রাত ৭টা ৩০ মিনিটের সময় গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সদস্য ও লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির আহব্বায়ক আনহার উদ্দিনের সভাপতিত্বে রেদওয়ান আহমদের সঞ্চালনায় মুহিত মিয়ার তেলাওয়তের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য জামাল উদ্দিন জামাল ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া, জামায়াতের সভাপতি সমুজ আলী, লক্ষনাবন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজু আহমদ, লক্ষনাবন ইউনিয় বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য কপিল উদ্দিন, খলিলুর রহমান,মোক্তার আলীঁ কলা মিয়া, গিয়াস উদ্দিন ,আব্দুল খালিক পাকি ,জহির উদ্দিন, আনা মিয়া, কয়েছ মিয়া, সাহেদ আহমদ, বাছিক মিয়া, নজরুল ইসলাম, সুহেদ আহমদ, জেলা দলের সাবেক আইন বিষয়ক সম্পাদক রাসেল আহমদ, জেলা সাবেক মানবাধিকার বিষয় সম্পাদক ও গোলাপগন্জ থানা যুব দল আহব্বায়ক কমিটির সদস্য রাজন আহমদ, আব্দুল লতিফ, ফাহাদ আহমদ, আব্দুল আহাদ, মুজিব আহমদ, তায়েফ আহমদ রুহেল ঢাকাদক্ষিণ সরকারী কলেজ ছাত্রদলের আহব্বায়ক কমিটির সদস্য আসফাক আহমদ চৌং, নাছির উদ্দিন প্রমুখ।
সভায় সভাপতি পদে আনা মিয়াকে, মফজুল মিয়াকে সিনিয়র সহসভাপতি, সাধারন সম্পাদক পদে বাছিক উদ্দিন,যুগ্ম সাধারন সম্পাদক পদে জুয়েল আহমদ ও নুরুল ইসলাম নুরকে সাংঠনিক সম্পাদক করে কমিটি গঠন করা হয়।