ইসমাইল হোসেন রবিন,
লক্ষ্মীপুর থেকে: পৌরসভার কাউন্সিলর ৩নং ওয়ার্ড এর আড়তাধীন এলাকায় অবস্থিত বিসিক শিল্পনগরী দিকে দৃষ্টি পড়ে তার। সেই পরিপ্রেক্ষিতে শনিবার (১০ মার্চ) পৌর কাউন্সিলর টিপু পাটোয়ারীর বিরুদ্ধে চাঁদা এবং হামলার অভিযোগ এনে মামলা দায়ের হয়। মামলাটি দায়ের করেন লক্ষ্মীপুর বিসিক শিল্পনগরীর টপ চয়েজ বেকারীর প্রোপ্রাইটর এর স্ত্রী বিলকিছ বেগম।লক্ষ্মীপুর পৌরসভার কাউন্সিলর রিয়াজুল হাসান টিপু পাটোয়ারী দায়িত্ব পাওয়ার পর বেপারোয়া হয়ে উঠার অভিযোগ উঠেছে।
এছাড়াও অভিযোগ উল্লেখ করা হয়। শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার পৌরসভার ৩নং ওয়ার্ডের অবস্থিত বিসিক শিল্পনগরীর টপ চয়েজ বেকারীতে চাঁদার দাবিতে কাউন্সিলর টিপু পাটোয়ারী নেতৃত্বে আবু ছিদ্দিক এর পুত্র মোঃ আলম (৩৫), ৩নং ওয়ার্ড কাউন্সিলর এর ভাই তফু (৪০)সহ অজ্ঞাতনামা আরও ৪/৫জন লোক একত্রিত হয়ে মোঃ সেলিম এর মালিকানাধীন বেকারীতে হামলা চালায়। এসময় হামলায় মোঃ সেলিম গুরুতর আহত। বর্তমানে মোঃ সেলিম আহত অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
হামলাকারীরা টপ চয়েজ এর প্রোপ্রাইটর মোঃ সেলিম এর পকেট থেকে ১ লাখ ২০ হাজার টাকা এবং ১২ হাজার টাকা মূল্যের একটি সামসং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
টপ চয়েজ বেকারীর প্রোপ্রাইটর মোঃ সেলিম জানান, গত কয়েকদিন থেকে কাউন্সিলর টিপু আমার কাছে চাঁদার দাবি করে আসছে। এমনকি বিসিক শিল্পনগরী এলাকায় ব্যবসা করতে হলে প্রতিমাসে ৩ লাখ টাকা চাঁদা দিতে হবে। এতে আমি কর্ণপাত না করায় শুক্রবার রাতে দলবল নিয়ে আমার উপর হামলা চালায়।
এসময় আমার পকেটে থেকে নগদ ১ লাখ ২০ হাজার টাকা এবং আমার ১২ হাজার টাকা মূল্যের সামসং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। আমার শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আমাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
অভিযোগের পরিপ্রেক্ষিতে কাউন্সিলর রিয়াজুল হাসান টিপু পাটোয়ারী মুঠোফোনে জানান, সেলিমের সাথে নারীর অপকর্মের বিষয়ে বিচার করায় সেলিম ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে। আমি এ অভিযোগের সাথে জড়িত নহে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ লোকমান হোসেন বলেন, এ ঘটনায় মোঃ সেলিম এর স্ত্রী বিলকিছ বেগম বাদি হয়ে একটি চাঁদাবাজীর অভিযোগ দায়ের করে। জানাগেছে এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।
Discussion about this post