৭১ বাংলাদেশ প্রতিনিধিঃলবন গুজব ঠেকাতে নাটোরের গুরুদাসপুরে মাঠে নেমেছে থানা পুলিশ। গুজবে কান না দেওয়ার জন্য সবাইকে সর্তক করা হচ্ছে। একজনকে এক কেজির বেশি লবন না দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে গুরুদাসপুরে লবন আতঙ্ক দেখা দিলে মাঠে নামে পুলিশ। এই গুজব মূহুর্তের মধ্যেই প্রত্যান্ত অঞ্চলে ছড়িয়ে পড়লে দোকানে লবন কিনতে ভিড় জমায় ক্রেতারা।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. মোজাহারুল ইসলাম হ্যান্ড মাংকিং করে সবাইকে গুজব সম্পর্কে সজাগ থাকার আহবান জানিয়ে চাঁচকৈড়, গুরুদাসপুর,কাছিকাটা বাজারে খুচরা ও প্রাইকারী দোকানদার সাথে কথা বলেন। তিনি নির্ধারিত মূল্য লবন বিক্রি করতে সকল দোকানীদেরকে আহবান জানান।
তিনি এসময় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সাধারন জনগণের কাছ থেকে লবনের বেশি দাম নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এসব গুজব বিষয়ে সবাইকে সর্তক থাকার আহবান জানিয়ে প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ করেন তিনি।।