ওসমান গনি,লালমনিরহাটঃলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রাকচাপায় মোটর সাইকেল আরোহী ও লালমনিরহাট ডিসি অফিসের কর্মচারী মঞ্জুরুল আলম নিহত হয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধার আজিজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটর সাইকেলে থাকা নিহতের চাচা ময়নাল হোসেন (৪৫) গুরুত্বর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
নিহত মঞ্জুরুল আলম(৩০)জেলার পাটগ্রাম উপজেলার নবীনগর এলাকার শাহাজাহান আলীর ছেলে।তিনি লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে এম.এল.এস.এস,পদে কর্মরত ছিলেন এবং আহত ময়নাল হোসেন একই এলাকার মৃত মোকছেদ আলীর ছেলে।
প্রতক্ষদর্শী ও পুলিশ জানায়, লালমনিরহাট থেকে তার নিজ বাড়িতে বাউরায় এসে মটর সাইকেল নিয়ে আবারও লালমনিরহাটের দিকে যাচ্ছিলেন,পথিমধ্যে হাতীবান্ধার আজিজ মোড় নামক এলাকায় বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি পাথর বোঝাই ট্রাক তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই মঞ্জুরুল আলম মারা যান এবং অপর যাত্রী ময়নাল আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ময়নালকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের ফুফু আছিয়া বেগম জানান,মঞ্জুরুল আলম গত তিন বছর আগে লালমনিরহাট ডিসি অফিসে চাকরি নেন। এর পর গত এক বছর আগে বিয়ে করেন এবং তার স্ত্রী মিতু খাতুন ৭ মাসের গর্ভবতী।
হাতীবান্ধা থানার হাইওয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এনামুল হক সরকার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মৃতদেহ হাইওয়ে থানায় আনা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।