মোঃ তোফাজ্জল হায়দার,
১২টায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে দিনাজপুর জিলা স্কুল মাঠে ১,১০০ শিক্ষার্থী সত্যবাদিতা, মানবতা, দেশ প্রেমকে সবুজ কার্ড
ও মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ,
প্রশ্নপত্র ফাঁস ও নকলকে লাল কার্ড প্রদর্শন করে শপথ নিয়েছে। শিক্ষার্থীদের শপথ শেষে অালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক অাখতানা
পারভীনের সভাপতিত্বে প্রধান
অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও
অাইসিটি) মোঃ জয়নুল অাবেদীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও
কেন্দ্রীয় সভাপতি কাওসার
অালম সোহেল, উওরবঙ্গ পত্রিকার
ভারপ্রাপ্ত সম্পাদক কাশী কুমার দাশ, তরুন উদ্যোক্তা মকিদ হায়দার, এসবি নিউজ প্রধান সম্পাদক মোঃ
অাবুল কালাম অাজাদ, সাংবাদিক তোফাজ্জল হায়দার প্রমুখ। উল্লেখ্য, বাংলাদেশের ৬৪ টি জেলার পঞ্চগড় তেঁতুলিয়া থেকে শুরু করে কক্সবাজার টেকনাফ পর্যন্ত টিফিনের টাকা বাঁচিয়ে ভ্রাম্যমান জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ ও প্রশ্নপত্র ফাঁস
প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করার লক্ষে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার অালম সোহেল ৭ই মার্চ থেকে টানা ৫ মাসের সফর করছেন। অনুষ্ঠানে ছেলেরা ২১
ও মেয়েরা ১৮ বছর পূর্বে বিবাহ বন্ধনে অাবদ্ধ না হতে, শিক্ষার্থীদের সকল প্রকার মাদক সেবন না করার
ও সব সময় সত্য কথা বলার শপথ করান প্রধান অতিথি মোঃ জয়নুল
অাবেদীন।