কবিতা:লোভী না মায়ের আচঁল ,ফিরে মা খালি হাতে দেখে যা দেখরে বেটা, নিজের মা এতই বোক, গালি আর শাসনকালে ,অভিমানে তারেই আদর করে। কি যাদু লক্ষি সোনা, মাকে বল কোথায় দেনা? বাপের টাকা ছেলের পকেটে, খরচের তার অনেক বাজেট। কাঁদে মা অন্ধকারে ,টাকা দিবে আরো তারে, মাটির ব্যাংকে মায়ের টাকা, ছেলের হাত নাহি ফাঁকা। সেই মা কেন কাঁদে পাশে নয়, থাকে অনেক দূরে। দেখে যা দেখরে বেটা,কাঁদে মা ঘরে ঘরে, শিক্ষায় তুমি মহাজ্ঞানি, উপার্জনে আজ লক্ষ কোটি,বউ এখন কাছের সাথী,যত আছে মনের কথা পাশে থাকে বউয়ের কথা। দেখে যা দেখরে বেটা,ফাঁকা থাকে মায়ের বা্সা, একি কেন দৃশ্য-দশা, পরে থাকে মায়ের আশা। দেখে যা দেখরে বেটা,ফকির কেন সন্ধ্যাবেলা , খোলে দারজা নিজের হাতে,আচঁল পেতে মায়ের হাত, দেখে যা দেখরে চাষা , ছেলে থাকে অট্টালিকায়। ঘৃণা আর অহংকার, ফিরে মা খালি হাতে,কাঁদিনি কাঁদব কখন ,বলে দাও সবাই এখন? লোভী না মায়ের আচঁল,শুধু মা ছেলের পাগল।= কবি-তাজ উদ্দীন ।