৭১ বাংলাদেশ ডেস্কঃশরিকদের ৭০টির বেশি আসন দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে শরিকদের সঙ্গে চার ঘণ্টার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
এর আগে আসন ভাগাভাগি নিয়ে ১৪ দলীয় জোটের শরিক দল জাসদ ও ওয়ার্কার্স পার্টির নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা ইন্টারনাল আলোচনা করছি। ১৪ দল ও জাতীয় পার্টিসহ অন্য শরিক দলের সঙ্গেও আমরা কথা বলেছি। এখনও আসন ভাগাভাগির বিষয়টি আলোচনার মধ্যে রয়েছে। কাল-পরশুর মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।’
জাতীয় পার্টিকে কয়টি আসন দেওয়া হবে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘তা এখন পরিষ্কার নয়। তবে শরিকদের ৬৫-৭০ টির বেশি আসন দেওয়া হচ্ছে না’।
Discussion about this post