শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে পরিত্যাক্ত অবস্থায় ৫০ পিস স্বর্ণবার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা।
শনিবার ১১টার দিকে বিমানবন্দরে শুল্ক গোয়েন্দার নিয়মিত টহলের সময় স্বর্ণবারগুলো পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক মো.আরিফুল ইসলাম বলেন, শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা বিমানবন্দরে নিয়মিত টহল দেয়। তারই অংশ হিসেবে শনিবার ১১টার দিকে আন্তর্জাতিক রুটের যাত্রীদের টয়লেটে টেপ মোড়ানো অবস্থায় ৫০টি স্বর্ণবার পাওয়া যায়।
Discussion about this post