৭১ বাংলাদেশ প্রতিবেদকঃঅষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের পর হত্যার দায়ে তিন জনের মৃত্যুদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। বৃহস্পতিবার চট্টগ্রাম সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম ফেরদৌস আরা এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- রাজীব রায় রাজু, বিজয় ভট্টচার্য ও আবদুস সালাম বেলাল। এরমধ্যে রায় ঘোষণার সময় রাজীব আদালতে উপস্থিত ছিলেন। বাকি দু’জন পলাতক।
অপরাধে জড়িত থাকা প্রমাণিত না হওয়ায় এ মামলার আরেক আসামি রেজাউল করিম খোকনকে বিচারক বেকসুর খালাস দিয়েছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী দেলোয়ার হোসেন।
তিনি জানান, ২০১২ সালের ১৩ আগস্ট রাঙ্গুনিয়া উপজেলার রোয়াজার হাট এলাকা থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ আজমকে অপহরণ করে তার মায়ের কাছে মুক্তিপণ দাবি করে আসামিরা।
ওই ঘটনায় আজমের মা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা করেন। মামলা দায়ের হওয়ার পর পুলিশ প্রথমে রাজুকে গ্রেফতার করে। পরে তার দওয়া তথ্যের ভিত্তিতে অপর তিন জনকে গ্রেপ্তার করে।
তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ওই বছরের ১২ সেপ্টেম্বর রাঙ্গুনিয়ার পোমরায় আসামি বিজয়ের বাড়ির পাশ থেকে আজমের দেহাব শেষ উদ্ধার করে পুলিশ।
২০১৩ সালের ২৬ মে পুলিশ চার জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। অভিযোগ গঠনের মধ্য দিয়ে ২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর আদাল বিচার শুরু করে। বাদীপক্ষের মোট ২৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত বৃহস্পতিবার রায় ঘোষণা করে।
Discussion about this post