সীতাকুণ্ডের ছোট দারোগার হাট তাহের মনজুর কলেজের শিক্ষার্থীদেরকে বিনামূল্যে বই দিয়েছে মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন।শনিবার (৪ আগস্ট) কলেজের একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে এসব বই বিতরণ করেন মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক ও স্থানীয় সাংসদ মো. দিদারুল আলম।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই এ দেশের ভবিষ্যত কর্ণধার। তাই তোমাদেরকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে কঠোর অনুশীলনের মাধ্যমে জীবন গঠণ করতে হবে। মাদক থেকে নিজেকে দুরে রেখে কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হবে। ভালভাবে পড়া-লেখা করে নিজেকে যোগ্য নাগরিক হিসেব প্রতিষ্ঠা করতে হবে।ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ সরোয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলম, ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান, অধ্যাপক এমএ ছগির, অধ্যাপক মাহবুবুল হক, নুর মোস্তফা, আবু বক্কর সিদ্দীক প্রমুখ।
Discussion about this post