বিশেষ প্রতিনিধিঃশিকড়ের টানে প্রিয় স্কুল প্রাঙ্গনে, এসো মিলি প্রাণের বন্ধনে’ এ স্লোগানকে সামনে রেখে কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদ গ্রুপের বর্ষপূর্তি উদযাপন করা হয়।
০৮ জানুয়ারি শুক্রবার বিকালে স্কুল অডিটোরিয়ামে পুলিশ কর্মকর্তা আব্দুল মন্নান এর সভাপতিত্বে এবং আরিফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব রফিকুল ইসলাম। উদ্বোধনী বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী মুহাম্মদ ছমিউদ্দীন, নজরুল ইসলাম।
উপস্থিত বক্তারা বলেন, সুশিক্ষা অর্জনের পথ পরিক্রমায় আমাদের সন্তানরা মাধ্যমিক শিক্ষার পাঠ নিতে শিক্ষালয়ে ভর্তি হয়। জীবনের ৫টি রঙিন বছর মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে কাটিয়ে উচ্চতর শিক্ষা গ্রহনের অভিলাষে এক সময় তাদের ডাক আসে সুদুরের। সমুখের পানে ওরা চলিঞ্চু; উন্নত জীবন গড়ার দৃঢ় প্রত্যয়ে, অনন্য মানুষ হবার অভিপ্রায়ে। শিক্ষা জীবন শেষে নাড়ীর টানে তাদের অনেকেই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সাথে হৃদ্য সম্পর্ক রাখেন। বক্তব্যে আরো বলেন, এলাকার সুবিধাবঞ্চিত ছাত্র ছাত্রীদের পাশে থাকবেন প্রাক্তন শিক্ষার্থী পরিষদ।
এতে আরো উপস্থিত ছিলেন লায়ন নজরুল ইসলাম তালুকদার, মনখুতুর রহমান মনির, মো. নাজিমুউদ্দীন, মাস্টার আবুল বশর, বখতিয়ার উদ্দীন, লিয়াকত, আমিনুর রহমান, মনসুর, বিধান দেব, মহিউদ্দিন, মুফিজুর রহমান, সরোয়ার কামাল সহ বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।
Discussion about this post