১৫ অক্টোবর দুপুর ৩টার সময় আসামি নজির আহম্মদ খুলশী থানাধীন জকির হোসেন রোডস্থ তার ভাত ঘরের পিছনে স্টাফ রুমে শাহরিয়া আফরিন স্বপ্না (৮) কে কিছু কিনে দেওয়ার লোভ দেখিয়ে ধর্ষণ করে।
পরবর্তীতে ঘটনা উক্ত এলাকাতে জানাজানি হয়ে গেলে ধর্ষক নজির আহম্মদ তার নিজ বাড়ী কুমিল্লায় পালিয়ে যায়।
খুলশী থানা নিবাসী ভিকটিম এর মাতা সাইমুন আকতার (২৮)
বাদি হয়ে গত ১৯ অক্টোবর ধর্ষক নজীর আহম্মদ (৫২) এর বিরুদ্ধে খুলশী থানায় ১টি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নং-১৮ -১৯/১০/২০২২ইং
সূত্র জানায় মামলা দায়ের এর খবর পেয়ে আসামি নজির আহম্মদ (৫২) ঝাউতলা ডিজেল কলোনী তার ভাড়া বাসা থেকে পালিয়ে নিজ বাড়ী কুমিল্লায় অবস্থান করে।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই মোঃ শাহেদ খান তার সঙ্গীয় ফোর্স নিয়ে আসামিকে গ্রেফতার করতে অভিযানে নেমে পড়েন, এবং গত ৩০শে অক্টোবর তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কুমিল্লা কোতয়ালী থানাধীন দক্ষিণ দুর্গাপূর সাতরা এলাকা হতে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় খুলশী থানা পুলিশ।
তদন্ত কর্মকর্তা এসআই শাহেদ খান এর সাথে উক্ত অভিযানে আরো ছিলেন, এএসআই
সোহেল আহমেদ, এএসআই রাজিব দে, এবং বিপ্লব দন্দ্র দাশ।
Discussion about this post