বিশেষ প্রতিনিধিঃরাজধানীর রুপনগরে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরনে শিশু নিহতের ঘটনায় সেই বেলুন বিক্রেতাকে রাজধানীর পঙ্গু হাসপাতাল থেকে বুধবার (৩০ অক্টোবর) রাতে আটক করেছে পুলিশ।
পরে সেখান থেকে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্দেশে নিয়ে যায় পুলিশ।
রুপনগর থানার ওসি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আটক হওয়া সেই বেলুন বিক্রেতার নাম আবু সাঈদ (৩০)।
এর আগে বুধবার (৩০ অক্টোবর) বিকালে রূপনগরের মনিপুর স্কুলের পূর্ব পাশে ১১ নম্বর সড়কের মাথায় বেলুনে গ্যাস ভরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।